About

HOME ABOUT

Dr. Shakhawat Alam

Dr. Shakhawat Alam, MBBS, FCPS (Neonatology), is a Pediatric & Newborn Specialist with advanced training in Fetal Echo and Interventional Pediatric Cardiology. He is an Associate Professor at BSMMU.

ডা: সাখাওয়াত আলম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এ শিশু হৃদরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন! তিনি ২০০১ সালে রাজশাহী মেডিকেল কলেজ হতে এমবিবিএস পাস করার পর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) এর অধীন শিশু ও নবজাতক রোগ বিদ্যা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ এর জন্য ২০০৫ সাল হতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে প্রশিক্ষণ গ্রহণ করে ২০১২ সালে নবজাতক রোগ বিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী এফ সি পি এস অর্জন করেন! পরে ২০০৯ সালে বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করলেও অল্পসময় পরেই সেখান হতে অব্যাহতি নিয়ে ২০১৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগে সহকারী আধ্যাপক হিসেবে যোগদান করে অধ্যাপনা শুরু করেন ।

পরবর্তীতে ২০১৭ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত ভারতের চেন্নাইয়ে অবস্থিত মাদ্রাজ মেডিকেল মিশন হতে ফেলোশিপ ইন পেডিয়াট্রিক কার্ডিওলজি (শিশু হৃদরোগ) এবং Fetal Echocardiography এবং Transoesophaseal echocardiography /TEE এ উচ্চতর প্রশিক্ষণ সহ ফেলোশিপ ইন অ্যাডভান্স ইকোকার্ডিওগ্রাফি বিষয়ে সুপারস্পেশালাইজড প্রশিক্ষণ গ্রহণ করে পুনরায় একই বিভাগে যোগদান করে আধ্যাপনা গবেষণা ও চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন!

অতঃপর ২০২৩ সালে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিয়লজি ESC/ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ কার্ডিওভাস্কুলার ইমেজিং EACVI / অ্যাসোসিয়েশন অফ ইউরোপিয়ান পেডিয়াট্রিক কার্ডিয়লজিস্ট AEPC এর অধীন Certification of ECHO -CHD উত্তীর্ণ হয়ে বাংলাদেশে প্রথম জন্মগত হৃদরোগ নির্ণয়ে বিশেষায়িত আন্তর্জাতিক সনদপ্রাপ্ত হন I ফিটাল ইকো কার্ডিওগ্রাফি/TEE সহ অন্যান্য ইকো কার্ডিওগ্রাফির মাধ্যমে গর্ভাবস্থায় জন্মগত হৃদরোগ নির্ণয় হতে শুরু করে নবজাতক, শিশু এবং বড়দের জন্মগত হৃদরোগ নির্ণয় এবং ইন্টারভেনশনাল ও ক্লিনিক্যাল কার্ডিওলজিতে সফলতার সাথে বাংলাদেশের শিশুদের এবং বড়দের জন্মগত হৃদরোগ চিকিৎসায় অবদান রেখে চলেছেন।

তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার সূর্য তরুণ শিক্ষাঙ্গন হতে মাধ্যমিক শিক্ষা এবং ঢাকা নটরডেম কলেজ হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে রাজশাহী মেডিকেল কলেজ হতে এমবিবিএস কোর্স সমাপ্ত করে ঢাকার ধানমন্ডি তে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে তার কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করলেও অল্প সময় পরেই অব্যাহতি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর শিশুদের যোগ বিভাগে অধ্যাপনার পাশাপাশি সেন্ট্রাল হসপিটালেই তার কর্মজীবন চলমান রাখেন এবং এখনো তিনি সেন্ট্রাল হসপিটালে প্রাইভেট চেম্বার এর মাধ্যমে শিশু ও নবজাতক হৃদরোগ চিকিৎসায় অবদান রেখে চলেছেন । সাম্প্রতিককালে তিনি ঢাকার পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালেও প্রাইভেট চেম্বার এর মাধ্যমে শিশু ও নবজাতক হৃদরোগ চিকিৎসায় সেবা দিয়ে যাচ্ছেন!

We have depth of experience and breadth of specialities to under take most complex clinical care.

Commitment to Quality Care

Dr. Alam prioritizes providing the highest standard of medical care, especially for newborns and children with complex conditions. His expertise in neonatal and pediatric cardiology ensures that every patient receives personalized and effective treatment.

Expertise and Continuous Learning

Dr. Alam values ongoing education and staying up-to-date with the latest advancements in pediatric cardiology. His extensive training, including fellowships in pediatric cardiology and fetal echocardiography, reflects his dedication to continuously improving his knowledge and skills.

Patient-Centered Care

Dr. Alam is dedicated to treating each patient as an individual, tailoring treatments to meet the unique needs of every child, whether through early diagnosis or advanced intervention.

Compassionate Approach

He values empathy and understanding, recognizing the emotional and physical challenges faced by families with sick children. His compassionate care aims to comfort and guide both patients and their families throughout treatment and recovery.

Collaboration

He believes in working closely with a multidisciplinary team of healthcare professionals, ensuring that all aspects of a child's health are addressed comprehensively.

Innovation in Pediatric Cardiology

His commitment to utilizing advanced technologies and minimally invasive procedures allows him to offer the most innovative treatments for complex heart conditions in children and newborns.

Scroll to Top